বার্তা পাঠালাম
অজিত কুমার কর
সারাবছর ধরে পাখি তোমারই গান গা'য়
ওদের ডাকেই খুব সকালে নিদ্রা টুটে যায়।
চৈত্রদিনে প্রখর তাপে সবার হাল বেহাল
আকাশ হতে আগুন ঝরে তপন তপ্ত লাল।
তোমার আলোয় উষ্ণতা নেই স্নিগ্ধ সুশীতল
ওই আকাশে কালিমা নেই স্বচ্ছ সুনির্মল।
ওই আলোকে রোজ স্নাত হই করি জ্ঞানার্জন
সৃষ্টি করার ইচ্ছে জাগে কুণ্ঠা বিসর্জন।
তোমায় ছাড়া দিন চলে না কাটে না এক রাত
অষ্টপ্রহর সঙ্গী তুমিই, তোমায় প্রণিপাত।
গীতবিতান সঞ্চয়িতায় তোমার দেখা পাই
আমি শিল্পী না হলেও সুরে সুর মেলাই।
তোমার আলো যেমন করে জাগিয়ে তোলে প্রাণ
সূর্যরশ্মি তা পারে না, তোমার কাছে ম্লান।
কেয়াপাতার নৌকো গড়ে বার্তা পাঠালাম
খোলের ভিতর দেখতে পাবে পলাশরাঙা খাম।
© অজিত কুমার কর