বর্ণময় মাঠ
অজিত কুমার কর
গ্রামবাংলার মাঠে মাঠে সোনারবরন ধান
ভেসে আসে পাখির কলতান।
কাটা-ঝাড়ায় ব্যস্ত চাষি
চিত্তে সবার পুলক রাশি
কণ্ঠ থেকে পড়ছে ঝরে গান।
ফলন ভালো এবার গোলা যাবেই যাবে ভরে
ওই রসদেই বাঁচবে সবার প্রাণ।
পৌষ-অঘ্রান চাষিভাইদের নেই কোনও বিশ্রাম
ভরলে মরাই পূরণ মনস্কাম।
পায়েস-পিঠা ঘরে ঘরে
মা-ঠাকুমা তৈরি করে
মহোৎসবে মুখর সারা গ্রাম।
কেমন কষ্ট করে কৃষক কজন খবর রাখি
কিন্ত জানি, পায় না সঠিক দাম।
শীত ঋতুতেই নয়ন মেলে রংবেরঙের ফুল
প্রকৃতি-মা'র আয়োজন বিপুল।
কত সবজি এখন মাঠে
পরিচর্যায় সময় কাটে
আবহাওয়া নয়কো প্রতিকূল
গাঁয়ে-গঞ্জে কোথাও সবুজ কোথাও রঙের মেলা
মনোহরণ ক্ষীরাই নদীর কূল।
© অজিত কুমার কর