বর্ণ দিয়ে আঁকি ছবি
বর্ণ দিয়ে আঁকি ছবি চিত্রী আমি কবি নয়
রং ছড়াও করতে পারি জ্ঞানীগুণীর চিত্ত জয়।
ভালো ছবির প্রশংসা পাই
নিষ্ঠাভরে তাই এঁকে যাই
কবি হবার ইচ্ছাও নাই আমার ছবি বর্ণময়।
লাগছে চেনা চেনা
হৃদয় হতে উৎসারিত ঝরনা বেগে নামে
ময়ূরপুচ্ছ শিরোপরে সবুজ ডাইনে বামে।
দেখে আমার সাধ মেটে না
লাগছে তোমায় চেনা চেনা
যদিও থাকি অনেক দূরে একটি অচিন গ্রামে।
© অজিত কুমার কর