বরণীয় স্মরণীয়
অজিত কুমার কর
এসেছি এই ভবে
যদি কিছু না রেখে যাই বৃথা এলাম তবে।
শূন্য হয়ে এসেছিলাম রিক্ত হস্তে যাব
কার কোলে স্থান পাব
সারাজীবন শুধুই নিলাম
আপনাকে আজ প্রশ্ন করি আমি কী কী দিলাম?
যারা স্মরণীয়
করে গেছেন যা যা করণীয়।
প্রতিটি দিন পল অনুপল
রাখি যদি মনকে সচল
কিছু সৃজন হবে তবেই, এ জীবন নশ্বর
এ পৃথিবী একটা খেলাঘর।
প্রদীপের তেল ফুরিয়ে গেলে নিভেই যাবে শিখা
রইবে পড়ে লিখা।
যুগে যুগে অবতীর্ণ মহামানব যত
জীবসেবায় ছিলেন সবাই রত
যায়নি ভুলে আজও বিশ্ববাসী
ক্ষুদিরামের ফাঁসি
প্রজ্জ্বলিত অগ্নিশিখা চিরদিন প্রোজ্জ্বল
জোগায় মনোবল।
© অজিত কুমার কর