বারে-বাপ কী ঝাঁজ

কাঁচালঙ্কা জাগায় ডঙ্কা বক্ষ পুড়ে হচ্ছে ছাই
ঘরে ধমক হাটেও চমক বাঁচার কোনও রাস্তা নাই।
শুকনো হলে কী বা ক্ষতি
হতো না হায় এ দুর্গতি
কেন যে খায় মানুষ ওকে দামের ঝাঁজে সিঁটিয়ে যাই।


গিলে ফেলল ব্যালট

নিশ্চিত হার জেনে-বুঝে কয়টা ব্যালট গিলল
ঘোষণাতে বিজয়ী সে সার্টিফিকেট মিলল।
এ জয় হল ক্ষণস্থায়ী
বিষম দোষে হল দায়ী
পুনর্নির্বাচনে হেরে জুটেছে তাচ্ছিল্য।

© অজিত কুমার কর