বাংলা ভাষা আর এক মা

জন্মদাত্রী মায়ের মতোই বাংলা ভাষাও মা আমার
মাতৃহারা এই শিশুটি পাচ্ছে আদর এই ভাষার।
ভাষাই মেটায় মায়ের অভাব
প্রকাশ করি যা আমার ভাব
মাতৃভাষা স্বর্ণখনি অফুরন্ত এই ভাঁড়ার।



কী আছে ওই চোখে

কী আছে তোর ওই দুচোখে রূপসি ফাগুন
জ্বলছে অবিশ্রান্ত বুকে কুলকাঠের আগুন।
নিভবে কেবল পরশ পেলে
প্রেমসুধারস দিলে ঢেলে
ব্যাথা দিতে পোড়া ঘায়ে ছিটাবি না নুন।।

© অজিত কুমার কর