বাঁধনবিহীন কবি
অজিত কুমার কর
বাঁধনবিহীন কবির জীবন স্বচ্ছ সরল মন
এই সমাজের কল্যাণে তাঁর ভাবনা অনুক্ষণ
দিতেও রাজি দেশের জন্য
জীবন বিসর্জন।
মন জোগিয়ে চলা মোটেও পছন্দ নয় তাঁর
লেখনী খুব শক্তিশালী প্রতিরোধ চুরমার
ভয়ডর নেই উন্নত শির
দুর্জয় দুর্বার।
আজীবন তাই গেয়ে গেছেন সাম্যের জয়গান
অত্যাচারী বৃটিশ শাসক পায়নি পরিত্রাণ
না হলে কী লিখতে পারে
শিকল ভাঙার গান।
ভালো কিছু করার জন্য সর্বদা প্রস্তুত
বিষবৃক্ষ উৎপাটনে তিনিই অগ্রদূত
সব বর্ণের সবাই সমান
নয় কেউ অচ্ছুত।
ঝরনা যেমন পাহাড়গাত্রে সর্বদা উচ্ছল
কোনও বাধাই মানে না সে সংকল্পে অটল
কবিও ঠিক তেমনি পেরোয়
বাধার বিন্ধ্যাচল।
© অজিত কুমার কর