বন্ধ হোক নরমেধ যজ্ঞ
অজিত কুমার কর
বিশ্বব্যাপী দেখি ক্ষমতার আস্ফালন
বিপন্ন মানবজাতি
দুর্বৃত্তায়ন, বজ্জাতি
আকাশে ভূমিতে মুহুর্মুহু আক্রমণ।
শিশুর ক্রন্দন, যারা পিতৃমাতৃহীন
ধূলিসাৎ অট্টালিকা
ভয়ংকর বিভীষিকা
পোড়ে ইউক্রেন, দাউ দাউ ফিলিস্তিন।
মানুষ নামক শকুনের জয়োল্লাশ
রাশিয়া ইজরায়েল
দু-নেতাই বেয়াক্কেল
চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে লাশ।
কেউ তো দেয় না কারও আবেদনে সাড়া
বন্ধ হোক এই রণ
প্রাণ মহামূল্য ধন
নেতারাই পারে নেই কেহই তাছাড়া।
পৃথিবীর তাপ যাচ্ছে নাকি এতে বেড়ে?
হিমবাহ গলে জল
নেভে না যে হোমানল
নিয়ো না নিয়ো না সকলের প্রাণ কেড়ে।
ধরণির বুকে পশু নয় শ্রেষ্ঠ জীব
যদি তা মানুষ হয়
রাখ সেই পরিচয়
যুদ্ধ বন্ধ কর, সবার জননী ইভ।
© অজিত কুমার কর