বাজে রাধার মল
অজিত কুমার কর
গোধূলির রঙে রাঙা মেঘের আঁচল
ওই রং মেখে নেয় যমুনার জল।
বিহঙ্গ ফিরিছে নীড়ে
ডানা মেলে ধীরে ধীরে
বাঁশরি বাজে না কেন হৃদয়ে অনল।
সখীসনে শ্রীরাধার মন উচাটন
তাহলে কি বৃথা যাবে এমন লগন।
ওই শোনা যায় বাঁশি
শ্রীমুখে বিমল হাসি
বেজে ওঠে ঝমঝম ভৈরবীতে মল।
© অজিত কুমার কর