বাঘের চেয়েও ভয়ংকর
নামটা শুনেই চমকে উঠি ও তো ঘোড়ের মাল
রক্তচোষা ভ্যাম্পায়ার এক তুলসিবনই ঢাল।
সুকৌশলী, ফেলে ফাঁদে
কিশোরী-যুবতি কাঁদে
লোমহর্ষক পরিণতি ফুরোয় ইহকাল।
গঙ্গা নদী শুকিয়ে গেল
সত্যিকারের চশমখোরকে দেখতে পেলাম হঠাৎ ভাই
শুদ্ধিকরণ করার জন্য গঙ্গাতে তাই ডুবতে যাই।
সমস্ত জল শুকিয়ে গেল
বিশাল দৈত্য বেরিয়ে এল
বলল, 'তুই যা পাপ করেছিস জগতে তোর নাইরে ঠাঁই'।
© অজিত কুমার কর