বদনাম ঘোচাও
অজিত কুমার কর

এত নিষ্ঠুর কী করে যে হও বুঝতে পারি না আমি
তুমি কি জান না শীতের পোশাক ঘরবাড়ি কিছু নেই
বছর বছর তবুও তো তুমি শানাও আক্রমণ
কাঁপি থত্থর আশ্রয় খুঁজি মার ছেঁড়া আঁচলেই।

এদিকে না আসে পার না কি যেতে যেখানে ওদের বাস
যাদের শরীরে জড়ানো রয়েছে কোট-সোয়েটার-শাল
জব্দ করার কত সামগ্রী মজুত যাদের ঘরে
ভয় পাও তুমি ওদিক ঘেঁষতে টের পাই চিরকাল।

টুঁটি টিপে ধরে, উল ও পশমে কর তুমি হাঁসফাঁস
ঘরের ভিতরে তপ্ত বাতাস বন্ধ জানালা দোর
প্রবেশ করার নেই অধিকার ফিরে আস হতাশায়
ক্ষোভের প্রকাশ ওখানে না করে এখানে খাটাও জোর।

ধনীদের কাছে একেবারে জুজু গরিবের তুমি যম
আগুন জ্বালালে ভয় পেয়ে তুমি পালাতেই খোঁজ পথ
পুড়ে যেতে পারে তুলতুলে তনু তাই ভয়ে সরে যাও
পকুরের জলে লুকোও তখন উবে যায় হিম্মত।

কামারশালায় তপ্ত শলাকা জ্বলে গনগনে আঁচ
কুমোর-কৃষক শ্রমজীবী যারা হাতে পায়ে কম্পন
আমাদের মত কষ্ট ওদেরও ব্যাঘাত ঘটাও কাজে
তাই বদনাম ঘোচাও শীঘ্র করো না আক্রমণ।

© অজিত কুমার কর