অতৃপ্তি

একটা ইচ্ছা পূরণ হলে নতুন ইচ্ছা দেয় উঁকি
কোনও মানুষ তাই সুখী নয় সুখের দোরে দেয় টুকি।
অতি অল্পে তুষ্ট হলে হতো না ঝুটঝামেলা
মাটির ঘরে থেকেও তখন হতে পারত খুব সুখী।

© অজিত কুমার কর