আত্মকেন্দ্রিকতা বর্জন
অজিত কুমার কর

মানুষ না যদি ভাবে অপরের কথা
বোধগম্য হবে না তো কার কোথা ব্যথা।
সাম্যের শ্লোগান মুখে কর্মে দ্বিচারিতা
ভয়ঙ্কর পরিণাম বোঝ তুমি কি তা।
সামাজিক অবক্ষয় ধ্বংসের কারণ
চিন্তনে স্বচ্ছতা চাই জিঘাংসা বর্জন।
আপনার যত দুঃখ থাক নিজ কাছে
আনন্দ বিলিয়ে দাও যা তোমার আছে।

অল্পেতে সন্তুষ্ট হলে হয় না অভাব
উদ্বৃত্ত সম্পদ যত দিলে তৃপ্তিলাভ।
মিলে যাবে অবশ্যই অকূলেও কূল
দেখিয়ে দিয়েছে দিশা কাজি নজরুল।
আত্মকেন্দ্রিকতা নয় সতত উদার
হৃদয় বীণার তারে উঠুক ঝংকার।

© অজিত কুমার কর