অতল জলে রাঘব বোয়াল

নাটের গুরু রাঘব বোয়াল প্রমাণ করা সহজ নয়
নিজে থাকে গভীর জলে ধরা পড়ার নেইকো ভয়।
একেই বলে কুরসির বল
এক আদেশে কর্ম সফল
একটা সুস্থ সবল মানুষ কী করে তার মৃত্যু হয়!



প্রকৃত দোষী কে

খুব সহজে যায় না জানা কলকাঠি যে নাড়ে
গভীর ষড়যন্ত্র এটা আসল দোষী আড়ে।
পথের কাঁটা সরিয়ে দিল
সুপারি পাঁচ লক্ষ নিল
আসল নাম কি প্রকাশ পাবে, না রইবে আধাঁরে?

© অজিত কুমার কর