অরণ্য সৃজন
অজিত কুমার কর
দীর্ঘ ছায়া কমতে কমতে ঠিক দুপুরে স্তব্ধ
ছায়া তখন গাছের গোড়ায় বৃত্তে সীমাবদ্ধ।
প্রভাত সমীরণে জলে দোলায় মাথা পদ্ম
রৌদ্র তখন নরম মিঠে সত্যি অনবদ্য।
বেলা যতো বাড়তে থাকে পরিবেশ উত্তপ্ত
পথ শুনসান ঝরছে আগুন আমরা অভিশপ্ত!
বৃক্ষছেদন করে মানুষ করেছে দুষ্কর্ম
লঙ্ঘন কি করলে না হে তুমি মানবধর্ম?
যত নষ্টের গোড়ায় মানুষ পায়নি সঠিক শিক্ষা
তাপ কমাবার উপায় খোঁজ সুকঠিন পরীক্ষা।
মরুর বুকে গাছ নেই তাই হয় না সেথায় বৃষ্টি
এভাবে তাপ বৃদ্ধি পেলে ধ্বংস হবে সৃষ্টি।
ছায়ার দৈর্ঘ্য একটু একটু সাঁঝ অবধি বৃদ্ধি
মেঘ জমলে নামবে বৃষ্টি ধরণীর সমৃদ্ধি।
গাছ ছায়া দেয় জীবন বাঁচায় এটাই নিপাট সত্য
সৃজন সৃজন শুধুই সৃজন করতে হবে নিত্য।
© অজিত কুমার কর