অপার বিস্ময়
অজিত কুমার কর
আকাশে নক্ষত্রপুঞ্জ অপার বিস্ময়
মর্ত্যে পাহাড় নিকুঞ্জ জল বিশ্বময়।
সৃষ্টির মুহূর্তে ঘটে মহা বিস্ফোরণ
নেই কেউ সন্নিকটে শূন্য ত্রিভুবন।
এল এককোষী প্রাণ পৃথিবীর বুকে
প্রকৃতির অবদান অনন্ত মুলুকে।
অনেক প্রাণীর পরে এসেছে দ্বিভুজ
এই বিশ্বচরাচরে মানুষ অনুজ।
বিলুপ্ত হয়েছে প্রাণ নমুনা ফসিল
নতুনের আবির্ভাবে ভরেছে মঞ্জিল
যাহা সত্য তাহা শিব জীবন নশ্বর
মানুষ নামক জীব বড় স্বার্থপর।
সুরক্ষার যত দায় সব মানুষের
জননীর আঙিনায় যাপন সুখের।
© অজিত কুমার কর