আঁতেলের দুর্দশা
ষাঁড়কে বলে, 'পথ ছেড়ে দে কবিসভায় যাব
তুই কি যাবি, চল তাহলে জিলিপি খাওয়াবো।'
শিং-এর গুতোয় কাতর কবি
ষাঁড় বলে, 'তুই আঁতেল হবি
ওঠ এবারে আমার পিঠে গাড়ি কোথায় পাবো?
অনন্য প্রতিবাদ
অসম্ভব-এর খোঁজ পাবে না নারীর অভিধানে
কী পারে না একটি নারী কেবল নারীই জানে।
স্তনশুল্ক স্তন কেটে দেয়
নিজে হস্তে প্রাণ কেড়ে নেয়
নারীর জন্য এই প্রতিবাদ, বাঁচুক সসম্মানে।
© অজিত কুমার কর