অন্তরে ভিসুভিয়াস
অজিত কুমার কর
বিষন্নতায় যাচ্ছে কেটে দিন
ফুলে ফুলে অলির গুঞ্জরন
কণ্টকিত,পথ নয় মসৃণ
প্রিয়তির মুখ ভাসে অনুক্ষণ।
প্রেমানলে হৃদয়ে পুড়ে ছাই
অগ্নিশিখা ভয়াল লেলিহান
একাকীত্ব ছাড়া কিছুই নাই
পুঞ্জীভূত বিরহের আখ্যান।
মরুভূমির তৃষা মেটায় মেঘ
চিত্তে তখন বিটপি গজায়
সবুজ পেয়ে বিলুপ্ত উদ্বেগ
শান্তি মেলে স্নিগ্ধ তরুচ্ছায়।
নিঃসঙ্গতা ভীষণ ভয়ঙ্কর
মরমি মন কেবলই পায় টের
কী অপরূপ পাহাড়ে নির্ঝর।
এ বোধ আছে ধরায় ক'জনের।
পাহাড়-ঢালে রয় না থেমে জল
শীর্ষদেশে উষ্ণতার অভাব
দৃষ্টিপথে তটিনী উচ্ছল
কেন এমন কঠিন মনোভাব।
© অজিত কুমার কর