অন্তরে বিরাজমান
অজিত কুমার কর
সাকার নও তুমি কোথায় থাকো
ঠিকানা বলে দিলে যাব
মর্তলোকে নাকি স্বর্গলোকে
গেলে কি সাক্ষাৎ পাব?
আঁকাতে পটু বেশ আঁকি তা পটে
লাগে না কোনো রং তুলি
দেখাবো তোমাকেই রেখেছি ভেবে
চিত্ত আকুলিব্যাকুলি।
রয়েছ সর্বদা আমাকে ঘিরে
উদাসী হয়ে যায় মন
যেভাবে বলে দাও সেভাবে করি
সকাশে থেকো আজীবন।
গীতবিতান আর সঞ্চয়িতা
প্রেরণা দেয় অফুরান
হৃদয়ে দোলা লাগে যখনি শুনি
তোমার কালজয়ী গান।
জীবন সংগ্রাম কঠিন বড়
খাড়াই উৎরাই পথ
তুমি তো কান্ডারি শঙ্কা নেই
অভয়দাতা অধিরথ।
© অজিত কুমার কর