অঙ্গীকার
অজিত কুমার কর
জানিয়ে দিচ্ছি আগেভাগে
তোমার করা অঙ্গীকার
এসে গেল আবার সেদিন
না বলো না আর এবার।
কী বলেছি ভুলেই গেছি
স্মরণশক্তি এখন কম
সারাদিন তো দাপিয়ে বেড়াও
এখন কেন সুর নরম?
চাই না এবার নতুন জামা
কেবল একটা টাট্টু চাই
দুধসাদা রং হতেই হবে
চলো দাদু ইরান যাই।
কেন আমরা ইরান যাব
মিলবে ঘোড়া এই দেশেই
বাজার থেকে আনবো কিনে
আজকে তো ভাই সময় নেই।
দাদু একাই বেরিয়ে গেল
আমায় সঙ্গে নিল না
কেনার সময় করব পরখ
মোটেও সুযোগ দিল না।
কাঠের ঘোড়া কিনে এনে
বলল আমায় এই যে নাও
ভেবেছিলাম জ্যান্ত দেবে
ধোঁকা দিয়ে কী সুখ পাও?
© অজিত কুমার কর