অন্ধকারে ছোঁড়ে ঢিল

হাতুড়ে অন্ধকারে না দেখেই ছোঁড়ে ঢিল
লাগবে কী লাগবে না বোঝা খুব মুশকিল।
তবু ওরা মারে ঘাই
পাস-করা তাই চাই
এর বিকল্প নাই দেরি নয় এক তিল।




ডুবে যাবে তরণি

হাতুড়ের হাতে ছুরি কেটে দেবে ধমনী
জেনেশুনে কেন যাও ও' পুরুষ-রমণী।
সস্তায় বাজিমাত
কাতরাবে নির্ঘাত
এখনই তফাৎ যাও, ডুবে যাবে তরণি।

© অজিত কুমার কর