অমেরুদণ্ডী
অজিত কুমার কর
বুদ্ধিজীবী না দলদাস মৌন কেন, কী পেয়ে?
মেরুদণ্ড না যদি রয় মরণ ভালো তার চেয়ে।
মর্মান্তিক ওই ঘটনায় বিশ্ব যখন আজ সরব
সুখনিদ্রা দিচ্ছ তুমি রুটি-মাংস-ভাত খেয়ে।
মানবসেবার জন্য করত দিবারাত্র পরিশ্রম
পরিশ্রান্ত হতো না সে অটুট অফুরন্ত দম।
মেরুদণ্ড ভাঙার জন্য চেষ্টা চলত নিরন্তর
অদ্বিতীয়া দুঃসাহসী মানসিক বল নয়কো কম।
ষড়যন্ত্রের পান্ডা যেজন তৈরি করল সেই সুযোগ
একলা নারী দস্যু অনেক করল তারা বল প্রয়োগ।
মানসভ্রম লোটার পরে হরণ করল কোমল প্রাণ
প্রমান লোপাট করার জন্য পুলিশ নিল কু-উদ্যোগ।
এসব খবর শুনছ সবই তবুও দেখছি নির্বিকার
জীবিত না মৃত তোমরা পরখ কর তা এবার।
বুদ্ধি বিদ্যা সবার আছে বুঝতে পারে ন্যায় অন্যায়
গায়ের চামড়া এত পুরু গণ্ডারেরও হার স্বীকার।
© অজিত কুমার কর