অমর অভয়া সরণি
অজিত কুমার কর

শ্মশানের বুকে গজিয়েছে ঘাস আর ছোটো এক শেফালি
বড় হবে গাছ ফুল দেবে কত মিশবে সুরভি বাতাসে
ওই পথ দিয়ে হেঁটে যাবে যারা দাঁড়াবে সবাই থমকে
দেখেই বলবে মরেনি অভয়া মাধুরী মিশিয়ে ও হাসে।

ফুলের গন্ধে রোগ সেরে যাবে মিলবে রোগীর স্বস্তি
তা দেখে অভয়া আনন্দ পাবে পোষিত বাসনা পূর্ণ
বিদেহী হলেও ডাক্তার সে যে সেবা করা তাঁর ধর্ম
মহাপাতকেরা ওই আশাটুকু করতে পারেনি চূর্ণ।

আরও কত গাছ গজাবে ওখানে শ্মশান যেন মালঞ্চ
পাখির কূজনে মুখরিত হবে ও-মাটি তখন স্বর্গ
স্মরণীয় করে রাখার জন্য বানাবো ওখানে মঞ্চ
প্রত্যহ দ্বীপ জ্বালাবে মানুষ ওই ফুলে দেবে অর্ঘ্য।

রাস্তার গায়ে লিখে দিতে হবে অমর অভয়া সরণি
অবিনশ্বর বিদেহী আত্মা পায় যেন চিরশান্তি
এই প্রার্থনা শুভাকাঙ্ক্ষীর ও যে একান্ত আপন
স্মৃতি রবে গাঁথা সবার হৃদয়ে এতে নেই কোনো ভ্রান্তি।

© অজিত কুমার কর