আমন্ত্রণপত্র
অজিত কুমার কর
বাক্স খুলে দেখতে পেলাম এসেছে এক চিঠি
খামের ওপর চাঁদের ছবি দেখছে মিটিমিটি।
ওর দু'পাশে কাশের হাসি যাচ্ছে পাখি উড়ে
নামটা ছাড়া তুলির আঁচড় খামের দুপিঠ-জুড়ে।
কে পাঠাল নাম লেখা নেই খামের কোনওখানে
পাছে চিঠির অংশ ছিঁড়ে, ছিঁড়িনি একটানে।
খামটা খুলে দেখতে পেলাম ইতি তোমার মিতা
কে পাঠাল রাখির দিনে শরৎ-আকাশ কি তা?
মিতালি তো সবার সাথে আকাশ বড়ই প্রিয়
কী পাঠাব এখন আমি কি-ই বা করণীয়।
পারিজাতের রাখি দেখে আমি উল্লসিত
এমন দিনে এই উপহার সত্যি আশাতীত।
চাইছে আমি ওর কাছে যাই কোথায় পাব ডানা
ঘন ঘন যাচ্ছে তো যান রাস্তা তো ওর জানা।
বাতাস বলে, 'চিন্তা কীসের পৌঁছে দেব আমি
জানি জানি, ভালোই জানি তুমি মুক্তিকামী।
তৈরি হয়ে থেকো তুমি পৌঁছে যাব রাতে
তখন জেগে রইবে না কেউ তোমাকে আটকাতে'।
আনন্দে মন তাথই তাথই কখন যাব উড়ে
তারার দেশে পৌঁছে গিয়ে দেখব ঘুরে ঘুরে।
© অজিত কুমার কর