এ কী রুদ্ররূপ দেখি প্রকৃতি তোমার
নিমেষে বিলীন হ’ল কত বৃক্ষ বাড়ি
অকালে শতেক প্রাণ নিলে তুমি কাড়ি।
উত্তর অজানা নয়, ও দায়িত্ব কার?
শ্রেষ্ঠ জীব মানুষের, কর্মফল তাঁর;
অন্ধকারে ঢেকে যাবে খুব তাড়াতাড়ি
যদি না সজাগ হয় দিতে হবে পাড়ি
শীঘ্র এ ধরণি ছেড়ে, পাবে না নিস্তার।
ভাবে কি কখনো কেউ প্রকৃতির কথা
যখন যা খুশি করে মানে না নিয়ম
দিয়ে চলে নিরন্তর তাঁর প্রাণে ব্যথা
পরিণাম ভয়ংকর বন্ধ হবে দম।
রক্ষণাবেক্ষণটুকু মানুষের দায়
তবেই ফিরিবে ধরা পূর্ব মহিমায়।