অক্ষুন্ন চরণচিহ্ন
অজিত কুমার কর
ভূমিষ্ঠ হবার পর সুতীব্র ক্রন্দন
শুরু হল ভূমন্ডলে নতুন জীবন।
মুহূর্তে উৎকণ্ঠা লোপ যারা প্রতীক্ষায়
আনন্দে পড়েছে ভাটা কন্যা কেবা চায়।
শুনিনি শঙ্খবাদন তবে ছিল হাতে
কেবল জন্মদাত্রীর হর্ষ আঁখিপাতে ।
মুখাগ্নির অধিকারে নারীরা বঞ্চিত
একবিংশ শতাব্দীতে অপরিবর্তিত!
নদীর মতোই চলে জীবনপ্রবাহ
প্রকৃতির রোষানলে তীব্র দাবদাহ।
নিত্যনৈমিত্তিক চলে অসম লড়াই
সাফল্যের চাবিকাঠি সহজে না পাই।
মানুষ মরণশীল তা অনস্বীকার্য
বাঁচে না অনন্তকাল মৃত্যু অনিবার্য।
মানবিক মূল্যবোধ কুসংস্কারে ঢাকা
সদিচ্ছা বিলুপ্তপ্রায় শুধু বেঁচে থাকা।
মানবজীবন পেয়ে মর্তে আবির্ভাব
আখের গোছাতে ব্যস্ত প্রচন্ড অভাব!
অক্ষুন্ন চরণচিহ্ন কর্মবীর যারা
বাকিদের আসা-যাওয়া অবলুপ্ত তাঁরা।
© অজিত কুমার কর