আখেরে কী পেলি

তোর সম্বিত ফিরবে কবে নিজের দিকে তাকিয়ে দেখ
চিনির বলদ পাস না চিনি আপন আখের বুঝতে শেখ।
গাধার পিঠে চাপায় বোঝা
পোষ মানানো খুবই সোজা
অকৃতজ্ঞ হোমোস্যাপিয়েন্স করে না তোর নামোল্লেখ।



বর-বউ আঁতেল-আঁতলি

বরটা আঁতেল আঁতলি তো তুই তাই এড়িয়ে চলি
দূর থেকে যেই দেখি তোকে খুঁজি অন্ধ গলি।
মন ছিল আজ অন্যদিকে
আত্মাগুড়ুম এক ঝিলকে
কী বলবি বল কাজ আছে ঢের ওরে আনারকলি।

© অজিত কুমার কর