অযোগ্য শিক্ষক

শিক্ষা দেওয়ার যোগ্যতা নেই করছে তবু শিক্ষকতা
মন্ত্রীও হয় পোড়া দেশে পুঞ্জিভূত হচ্ছে ব্যথা।
অযোগ্যরা চালাচ্ছে দেশ
বাড়বাড়ন্ত জনতার ক্লেশ
বিকাশ লেখা বেলুন ওড়ায় চাপা দিতে এ ব্যর্থতা।





মশাদের আন্দোলন

মশাগুলো দল বাঁধতেই উৎপাতের ঝাঁজ বাড়লো
কী জ্বালাতন আমজনতার ওদের কাছে হারলো।
মুখে কয়েল রেহাই পেল
উল্টোদিকে ধেয়ে গেল
রেগে গিয়ে মরণ কামড় সমস্ত বিষ ঝাড়লো।

© অজিত কুমার কর