অগ্নিমূল্য
হুহু করে বেড়ে যায় জ্বালানির দাম
ছাগল টানবে গাড়ি নেই বিশ্রাম।
চাল-ডাল-তেল-নুন
দাউদাউ সে আগুন
বিপন্ন সারাদেশ শহর বা গ্রাম।
বদহজম
ভোজবাড়িতে বেদম খেয়ে হজমে গোলমাল
দুতিনটে ডাব খেলে তবেই ফিরবে আমার হাল।
খেয়েদেয়ে ঘুমিয়ে যাব
মুখেভাতে আবার খাব
ওটা যে আজ দুপুরবেলা ফের আগামীকাল।
© অজিত কুমার কর