এ কেমন পুজো
অজিত কুমার কর

উধাও হয়েছে হাসি মন থেকে
বেদনায় ভারাক্রান্ত এ হৃদয়
ঘরের উঠোনে জল, রাস্তাতেও
দুঃসহ জীবন, পুতিগন্ধময়।

যারা সর্বহারা নদীর ভাঙনে
উঁচু পরিসরে অস্থায়ী আবাস
মেঘে ঢাকা সূর্য ঘনায় আঁধার
পচে গেছে পদ্ম, দুধসাদা কাশ।

গতানুগতিকভাবে আসে পুজো
অনশনে ম্লান প্রদৃপ্ত যৌবন
ঝরে জল অবিরল নয়নের
পিশাচীর কাছে বৃথা আবেদন।

© অজিত কুমার কর