ট্রায়োলেট : অবিমৃশ্যকারিতা
অজিত কুমার কর

পাহাড়ের ঢালে বানিয়েছে যারা ঘর
ভঙ্গ করেছে নিয়মকানুন কত
ধসের ছোবলে ছেড়ে গেল চরাচর
পাহাড়ের গায়ে বানিয়েছে যারা ঘর।
দর্পচূর্ণ হয়ে গেল সত্বর
তাই হওয়া চাই আচরণ সংযত
পাহাড়ের গায়ে বানিয়েছে যারা ঘর
ভঙ্গ করেছে নিয়মকানুন কত।

© অজিত কুমার কর