অভয়ার আত্মকথা
অজিত কুমার কর
কাড়ল যারা সেদিন রাতে বাঁচার অধিকার
অচেনা নয় তারা সবাই
কেউ বা দাদা কেউ বা ভাই
কেন অমন করল ওরা অজ্ঞাত আমার।
ইচ্ছা ছিল করব সেবা যত্নে পীড়িতের
সারিয়ে দেব কঠিন রোগ
দিল না ওরা সেই সুযোগ
কী লাভ হল বৃদ্ধি পেল কষ্ট মানুষের।
দলে ভিড়তে চাইনি আমি এটাই অপরাধ
ওরাই তবে হত্যাকারী
ভাবল ক্ষতি করতে পারি
তাই সরাল চটজলদি এ কাজে ওস্তাদ।
চেতনাহীন মানুষগুলো বড্ড ধড়িবাজ
বঙ্গজুড়ে জাল বিছানো
শাসক তুমি ভালোই জানো
প্রাপ্য ভাগ পেয়ে যাচ্ছ ওহে রাজাধিরাজ।
খুন-পীড়নে লিপ্ত যারা জানে অকুস্থল
নষ্ট করে তথ্য যত
ভদ্রবেশে কর্মরত
যোগসাজশে চলে কুকাজ তুমি জোগাও বল।
পথে নামল জগদবাসী প্রতিবাদে মুখর
রাত দখল পায়নি ভয়
যতদিন না শাস্তি হয়
আন্দোলন রইবে জারি হবে তীব্রতর।
© অজিত কুমার কর