অবাঞ্ছিত আচরণ
অজিত কুমার কর

অমলকান্তি রোদ হতে চেয়েছিল
শ্যামলকান্তি চায়নি তো কোনোকিছু
কবি শুধু চায় পাঠকের ভালোবাসা
তবুও কবিকে কেন এ অসম্মান?

কী করে মানুষ এতটা মন্দ হয়
কীসের গরিমা অর্থ না ওই পদ
কবির জগৎ পৃথিবী, কল্পলোক
অর্থে হলেও চিন্তাতে নয় দীন।

নিষ্প্রয়োজন একটা সম্মাননা
শুধু কবিতাই কবিদের পরিচয়
শ্রী বা ভূষণ পেতে নয় আগ্রহী
সৃজনে কবিরা সত্যকে তুলে ধরে।

পৃথিবীর বুকে বেঁচে থাক সম্প্রীতি
সুন্দর হোক মানুষের মনোভাব
কবি গেয়ে যাবে জীবনের জয়গান
বিদ্বেষ-বিষ ঘটায় সর্বনাশ।

© অজিত কুমার কর