অবগুণ্ঠন এবার খোলো
অজিত কুমার কর
চিল্ফিঘাঁটি-চিল্ফিঘাঁটি-চিল্ফিঘাঁটি
অলংকারে প্রকৃতি মা'র ভর্তি গা-টি।
কোথাও ধূসর কোথাও রঙিন
পলকবিহীন মন উদাসীন
যেখানেই যাই পাতা আছে শীতলপাটি।
শৃঙ্গ 'পরে রঙের ছটা সূর্যোদয়ে
শিরায় শিরায় হিমানী স্রোত যাচ্ছে বয়ে।
গায়ে অনেক গরম পোশাক
শৈত্য ঠিকই পেয়ে যায় ফাঁক
আবলোকন চলছে তবু কষ্ট সয়ে।
কুয়াশা না কেউ জ্বেলেছে মন্দিরে ধূপ
প্রভাতেও কেন তোমার মুখে কুলুপ!
ও কনে বউ ঘুমটা তোলো
অবগগুন্ঠন এবার খোলো
উদ্ভাসিত মুখাবয়ব কী অপরূপ!
ওপর থেকে নেমেই চুমুক গরম চা'য়ে
ভিতর থেকে ছড়ালো ওম তখন গা'য়ে।
মন-ক্যামেরায় ধরা সবই
উঠছে ভেসে সেসব ছবি
পাহাড়ি পথ ফুলের মেলা ডাইনে-বাঁয়ে।
বিদায় বিদায় বৈগা রিসর্ট এবার আসি
ছত্তিশগড় সত্যি তোমায় ভালোবাসি।
রোদ ঝলমল এখন দুপুর
কে বীন বাজায় অনিন্দ্য সুর
কুলঙ্গিতে রইলো তোলা পুলক রাশি।
© অজিত কুমার কর