আত্মকথা
অজিত কুমার কর
তোমার নিদান পালন করেছি সকলের অগোচরে
বাঁধন-বিহীন কঠিন বাঁধন, রয়েছি এখন ঘরে।
অআকখ দিয়ে কবিতা বানাই হিসেবের কড়ি গুনে
প্রতিদিন প্রাতে ঘুম ভেঙে যায় পাখিদের গান শুনে।
সকালের কাজ সারি চটপট ঝরে পড়ে কত পাতা
ছোটো ছোটো আম কুড়াই সাদরে খোলে জীবনের খাতা।
স্মৃতি বিজড়িত জয়তী-কামিনী-শেফালি-মাধবীলতা
ওদিকে তাকালে ওরা হেসে ওঠে চুপি চুপি চুপকথা।
ওরা জল চায়, বলি দেব দেব, কুয়ো থেকে জল তুলি
পাতায় ছড়াই গোড়াতেও ঢালি, মন আকুলিব্যাকুলি।
শ্বেত কাঞ্চন নীরব এখন ফুল নেই শুধু ফল
প্রতি দিন প্রাতে ফুল শুধু ফুল, বাড়িয়েছে মনোবল।
কাঁটায় কাঁটায় করি রোজ কাজ আমি ও আমার সাথি
গীটার বাজায় দক্ষ রাঁধুনি, কেটে যায় দিবারাতি।
সোনার হাতের লেখনী-পরশে কবিতার ফুল ফোটে
শোনায় যখন সুরেলা কবিতা প্রজাপতি অলি জোটে।
© অজিত কুমার কর