জানত কি সে এমন ঘটতে পারে
ফিরবে নাকো আর কখনো বাড়ি
রইল আটক একলা একটা ঘরে
অমূল্য ধন পিশাচ নিল কাড়ি।
ছোট্টো বলে রেহাই দেয়নি ওরা
ক’দিন ধরে আঁচড়ে কামড়ে খেল
তাতেও ওদের সাধ মেটেনি মোটে
জীবন নিয়ে বোধ হয় তৃপ্তি পেল।
ও তো শিশু যেমন ফুলের কুঁড়ি
এতটা ক্রোধ জমল কেন মনে
হায় বিধাতা আজব কাণ্ড এ কী
মিছিল বেরোয় ওদের সমর্থনে।
জন্মেছিলেন অনেক মহাপুরুষ
ছড়িয়েছেন প্রেম ও প্রীতির বাণী
কী করে আজ ভুলল ভারতবাসী
মায়ের সম্ভ্রম করছে রোজই হানি।
এ’ঘটনা ঘটছে বারে বারে
ক’টা খবর আমরা জানতে পারি
পৃথিবী যে মানবশূন্য হবে
ভুবন হতে হারায় যদি নারী।
এই বারতা পৌঁছবে কি কানে
পুরুষ তুমি লজ্জা ঢাকবে কীসে
ঢুকবে যেদিন শত্রু আপন গৃহে
সর্বস্ব লুট করবে এক নিমিষে।