আর কত কাঁদাবে তুমি
অজিত কুমার কর
আর কত কাঁদাবে তুমি
ভগ্নহৃদয়, মরুভূমি
দৃষ্টিশক্তি হারিয়ে গেছে
লাঠি নিয়েই হাঁটি,
অন্ধ হলেও হাঁটতে পারি
তবুও চাপা দেয় না গাড়ি
ঘুরেফিরেই জীবন কাটে
সাহস জোগায় মাটি।
কী অপরাধ, শাস্তি দিলে?
অমূল্য ধন কেড়ে নিলে
লাঠি টাও কী নেবে কেড়ে
তাও কাড়তে পার,
হাঁটব তখন খালি হাতে
অন্ধকারে দিনে-রাতে
বাধাকে জয় করার জন্য
জেদ বাড়বে আরও।
নিঃস্ব করে আনন্দ পাও?
মরুক সবাই এটাই কী চাও
প্রাণহীন এই ভূমন্ডলে
নামবে নীরবতা,
তখন শাস্তি দেবে কাকে?
কেউ যদি না বেঁচে থাকে
তখন তোমায় একা একা
সইতে হবে ব্যথা।
আছে কী সেই অনুভূতি
ধূপ পুড়ে শেষ হয় বিভূতি
নিরসনের ভার তো তোমার
সত্যি কিনা বলো,
অন্ধ-খঞ্জ-বোবা-কালা
সাজায় পূজার বরণডালা
নিষ্ঠা ভক্তির নেইকো অভাব
চক্ষু ছলোছলো।
© অজিত কুমার কর