আর এল না ফিরে

বসতে বলে রানি আমার পার্লারে যায় ধীরে
কুড়ি বছর বসে আছি আর আসেনি ফিরে।
হোক প্রিয়তি বেজায় কালো
ঝকঝকে দাঁত জোগায় আলো
বের হয় যারা ফরসা সবাই গেল বাঁধন ছিঁড়ে।



আকাশে বোমার ফুলঝুরি

মুড়িমুড়কির মতো ওড়ে কত খই
পাতালে জলদি যাও জোর হইচই।
ফেলছে রাশিয়া বোমা
কোনখানে লুকোবো মা
আঁচলেই চোখ ঢেকে আমি বেশ রই।

© অজিত কুমার কর