আলোর বেণু তমিস্রার যন্ত্রণা
অজিত কুমার কর
নিম্নচাপের ভ্রূকুটিতে শরৎ এখন বেসামাল
বাদল মেঘের বেজায় দাপট চলছে যেন বর্ষাকাল।
পিতৃপক্ষের চলছে পালা মহালয়া কদিন পর
আলোর বেণু উঠবে বেজে মাতবে বিশ্বচরাচর।
যতই দুঃখ থাকুক মনে মহোৎসবে গা ভাসায়
এদিক ওদিক ঘুরে বেড়ায় তখন যেন সরষে পা'য়।
ভিন্ন মানুষ ভিন্ন রুচি কেউ চলে যায় ভ্রমণে
মনোহরণ দৃশ্যাবলী দোলা লাগায় সব মনে।
নতুন নতুন পোশাক-আশাক প্রত্যেকদিন আলাদা
শিশু-কিশোর-কিশোরীরা উপহার পায় একগাদা।
দুঃখ দৈন্যে জর্জরিত ঝুপড়িঘরে যাদের বাস
ওদের দিকে তাকায় না কেউ কষ্ট ভীষণ বারোমাস।
ওরাও গিয়ে ঠাকুর দেখে, দেখে পূজার জাঁকজমক
মলিন জামা কাপড় দেখে কেউ কেউ দেয় জোর ধমক।
লক্ষ লক্ষ টাকার মণ্ডপ দুখমোচনের চেষ্টা নাই
সরকারও বেশ উদার হস্ত জেতার জন্য ভোটটা চাই।
গরিব হচ্ছে আরও গরিব ধনীকুলের বাড়ছে ধন
মুখে সাম্যবাদের বুলি চলছে নিরন্তর শোষণ।
শুধুমাত্র এদেশে নয় ভূমণ্ডলের সব দেশে
সমবন্টন বইয়ের পাতায় সহ্য করছে অক্লেশে।
© অজিত কুমার কর