আমরা ফ্যালনা নই
অজিত কুমার কর
বিল্লি বলে ডাকতে শুনি, মোটেও ফ্যালনা নই
আমরা হলেম বাঘের মাসি সিংহীরা সব সই।
চেহারাটাই কেবল ছোটো দৃষ্টি ক্ষুরধার
বাঘের মতোই ধারালো দাঁত গোঁফও চমৎকার।
ওঁত পেতে রই নজর রাখি পায় না ইঁদুর টের
বেরোতে তো হবেই ওকে হবে না হেরফের।
এক কামড়েই প্রাণ উড়ে যায় তখন সুখভোজন
সাপের লেখা বাঘের দেখা কপাল যার যেমন।
তোমরা ভাব অলস আমরা আর আদুরে খুব
আমরা জাগি সবার আগে রাঙা হলেই পুব।
চালে ঘুমোই চটেও ঘুমোই ভেজা না-মঞ্জুর
গায়ের লোমই শীত আটকায় ভাল্লাগে রোদ্দুর।
হাঁটি যখন শব্দ কি পাও আমায় জবাব দাও
'না' ছাড়া আর উত্তর নেই, কার গুণগান গাও?
শিকার ধরার অস্ত্রতেও অনেকানেক মিল
তীক্ষ্ণ দৃষ্টি, ক্ষিপ্রগতি পার পাওয়া মুশকিল।
যা বললাম শুনলে তো সব নাকি বন্ধ কান
হেলাফেলা করো না আর দেখাবে সম্মান।
ঘরে যখন বাড়বাড়ন্ত মূষিকের উৎপাত
তখন ভাবো বিড়াল থাকলে মারত তৎক্ষণাৎ।
© অজিত কুমার কর