আমি দেব রং
অজিত কুমার কর

কেউ তো দেবে না আমি দেব রং তাতেই খেলবি হোলি
ছেঁড়া ফ্রক পরে খেলতে হবে না আনবো ঘাগরা চোলি।
আজ তো দ্বাদশী পূর্ণিমা হতে দুই তিন দিন বাকি
তার আগে আমি দিয়ে যাব সব, জানিস কোথায় থাকি?

আমার নাগাল পাওয়া দুষ্কর ধরা দেব নিজে এসে
আমি বিধুমুখী হব প্রজাপতি আসব বাতাসে ভেসে।
সারাটা সকাল কাটাবো এখানে আবির মাখাবো তোকে
গল্প করব সন্ধ্যা অবধি তোর সাথে দিবালোকে।

নালার ওপারে ঝুপড়িতে বাস সারাদিন একা একা
খেলার সঙ্গী কেউ নেই তোর রাত্রিতে মা'র দেখা।
পড়তে চাইলে পড়াতে আসবো শেখাবো বাংলা ভাষা
পড়বি লিখবি ছড়াও বলবি মিটে যাবে তোর আশা।

চতুর্দশীর প্রভাত হয়নি হাজির শুভ্র বেশে
কত কী এনেছে একটা ঝুড়িতে টোকা দিল দ্বারে এসে।
দেখেনি কখনো তবু লাগে চেনা ভাব হল, কোলাকুলি।
কেন যে হয় না এমন রঙিন বছরের দিনগুলি।

ঘরে কেউ নেই ওরাই দুজন জননী গিয়েছে কাজে
না গেলে ওদের দিন চলে না যে তখন পাঁচটা বাজে।
আবিরের রঙে রাঙলো দুজন ওদের চেনাই দায়
দিন ফুরাতেই বন্ধু উধাও ঘর ভরে জোছনায়।

© অজিত কুমার কর