আমার কথাই শেষ কথা

অফিসে তো তোমার কথা মান্য করে সব
এখানে চুপ, ট্যা-ফোঁ না নয়কো কলরব
হুকুম তামিল করতে হবে
তোমার সাথে রইবো তবে
বলছি যখন বাসন মাজো ছাড়ো পদ-বৈভব।



কারাবাস কত সুখের

ধরা পড়েই কটা জোচ্চোর টানছে জেলের ঘানি
বাইরে থাকলে হাজারো কাজ নাকানিচোবানি।
জোচ্চুরিকেই ভালোবাসো
চুরি করো, জেলেই এসো
কত সুন্দর জীবনযাপন আমরা কেবল জানি।

© অজিত কুমার কর