আমার জগৎ কল্পলোকে
অজিত কুমার কর
আমার জগত কল্পলোকে
ছায়াপথে তারায় তারায়
কোথায় কখন ভ্রমণ করি
কেউ খবরের কণাও না পায়।
চন্দ্রযান তিন পা রাখেনি
ঘুরছে উপবৃত্তাকারে
তেইশ আগষ্ট সন্ধেবেলা
নাড়বে কড়া চাঁদের দ্বারে।
গর্ত আছে পাহাড় আছে
মানুষ তো নেই ধরার মতো
কী আছে আর কী নেই সেথায়
ধরার মানব ভাবছে কতো।
সব তারকা অগ্নিপিণ্ড
তাপ লাগে না আদৌ গায়ে
অবলীলায় উড়ে বেড়াই
ওদের দেখি ডাইনে-বাঁয়ে।
মনবিহঙ্গ পায় না বাধা
বাধাও বা কে দেবে তাকে
স্বপ্ন দেখি, কে যেন রোজ
বাঁশির সুরে আমায় ডাকে।
© অজিত কুমার কর