আমায় নিয়ে মা'র স্বপ্ন
অজিত কুমার কর
শৈশবকে ফিরে পেলেই যারপরনাই খুশি
চড়-চাপ্পড় পড়ত পিঠে করলে ঘুষোঘুষি।
দুফোঁটা জল কপোল বেয়ে আসতো ঠিকই নেমে
আঁচল দিয়ে মুছিয়ে দিলেই কান্না যত থেমে।
কথায় কথায় আড়ি আর ভাব কতনা খুনসুটি
একটু পরেই ভুলে যেতাম হেসেই লুটোপুটি।
তাই শৈশব এত মধুর পারো কি কেউ দিতে?
এক মুহূর্তে হারিয়ে যেতাম আমি অতর্কিতে।
হয়তো আছি খাটের নীচে কিংবা ঘরের কোণে
নয়তো কোনও গাছের ডালে কে কার কথা শোনে।
খুঁজে খুঁজে মা হয়রান কোথায় গেল খোকা?
পেলে না তো এইতো আমি সত্যি তুমি বোকা।
আমি হাসি, মা-ও হাসে বলে, 'দুষ্টু ভারী
চালাকি তো বেশ শিখেছিস আমি কি আর পারি?
হাত-পা ধুয়ে পড়তে বসো একটু পরে খাবে
অংকগুলো ঠিক করলে পাঁপরভাজা পাবে।
গড়গড়-গড় নামতা বলি মা শোনে মন দিয়ে
বলো না মা কী কী স্বপ্ন দেখো আমায় নিয়ে?
'বড় হয়ে করবি সেবা লাগবি দেশের কাজে
সীমান্তে তুই, হাতে রাইফেল, এক যোদ্ধার সাজে'।
© অজিত কুমার কর