আমআঁঠির ভেঁপু
অজিত কুমার কর
কে নিবি আমের ভেঁপু বাজবে রে ফুঁ দিলে
শিগগির চলে আয় দেরি হলে পাবি না
হরেকরকম সুর সুযোগ হারাবি না
আমি কি বাজাবো নাকি তোরা কেউ না নিলে।
তৈরি করেছি আজ ঘষে ঘষে দেয়ালে
পাবি তোরা প্রত্যেকে একটাই, বেশি না
ছোটো বড় হল বলে মোটে রেষারেষি না
সদ্ভাব থাকা চাই থাকে যেন খেয়ালে।
ফুঁ দিলে একটু জোরে তবে ভেঁপু বাজবে
কাঁদছিস কেন তুই বাজছে না, ওটা দে
বদলে দিচ্ছি আমি হাত বাড়া এটা নে
'ওর ভেঁপু বাজলেই হাসবে ও নাচবে'।
একসাথে বাজা তোরা আমি তিন গুনব
আমিও সঙ্গ দেব থামবি না কেউ রে
দেখতে পাবি না কেউ উঁচু উঁচু ঢেউ রে
তাতে কীবা যায় আসে সকলেই শুনব।
কেমন লাগল বল শুনে হেসে উঠল
এবার নতুন কিছু পাতা দিয়ে বানাব
আবার সবাই বসে একসাথে বাজাব
আজকে সত্যি ওরা খুব মজা লুটল।
© অজিত কুমার কর