আলোকোজ্জ্বল আমার ভুবন
অজিত কুমার কর
ছিলই পূর্বাভাস
শ্রাবণ এসেছে নিজ রূপ ধরে
অঝোর ধারায় ঝরঝর ঝরে
সূর্যের মুখ মেঘে ঢাকা তবু
বিষাদ করেনি গ্রাস।
মননে আমার রবীন্দ্রনাথ
পাশে পাই বারোমাস।
তাই খুশি একরাশ
আমার ভুবন আলোকোজ্জ্বল
পলকে তমসা নাশ।
অমিল অমলতাস
তাই চাঁপা দিয়ে অঞ্জলি দেব
নিজের কবিতা পড়ে
কাগজে তৈরি নৌকা ভাসাবো
আগেই রেখেছি গড়ে।
বিদায় তারিখ বাইশে শ্রাবণ
এ ধরার বুকে আসিনি তখন
কবির প্রয়াণ বেদনাবিধুর
পড়েছে দীর্ঘ-শ্বাস।
কবির মৃত্যু হয় না কখনও
এ আমার বিশ্বাস।
© অজিত কুমার কর