আজব রমণী
সকাল হলেই কিছু লঙ্কা বেঁধে রাখে মাথার চুলে
খিদে পেলেই কচ কচ খায় একটা দুটো খুলে খুলে।
শোয়ার আগে সমস্ত শেষ
পড়ল খবর বিশেষ বিশেষ
লোকের মেলা সকালসকাল দেখেই হৃদয় উঠল দুলে।
যেন এক বাঘিনী
এমন নারী রইলে পাশে দেখে সবাই দূরেই রয়
নিরাপদে বর হেঁটে যায় এটাই তো ওর পরিচয়।
খায় যেমন ঝাল মুখেও ঝাল
টের পায় লোক সকালসকাল
কাছ ঘেঁষতে পারে না কেউ বাঘিনীকে সবার ভয়।
© অজিত কুমার কর