আজব গাছ

তোমার বেগুনগাছে কলা আমারটাতে লিচু
ফলের ভারে ন্যুব্জ দেহ পাঠিয়ে দেবো কিছু।
কেন এমন ছলাকলা
তোমার গাছে পাকা কলা
দেখতে পেলে পবনপুত্র নেবে তোমার পিছু।


সেল সেল সেল

নিয়োগপত্র মিলবে সেলে হাফ দামে দশ লাখে
বারো থেকে রাত্রি দুটো দোকান খোলা থাকে।
মাত্র ছদিন এমন সুযোগ
শঙ্কাবিহীন এই বিনিয়োগ
সব কারবার অন্ধকারে চিনবে না তোমাকে।

© অজিত কুমার কর