আগামীকাল গৃহপ্রবেশ
অজিত কুমার কর
গৃহপ্রবেশ আগামীকাল রইল সাদর আমন্ত্রণ
আসার জন্য পাঠাচ্ছি যান পৌঁছে যাবে প্রত্যুষে
দেখেই তোমরা চমকে যাবে সাজসজ্জার জৌলুসে
তোমরা সবাই আপন আমার অটুট থাকুক এ বন্ধন।
জানতে চাইছ ঠিকানা কী, ভেবো না তা সল্টলেকে
একেবারে নতুন জায়গা এ অঞ্চলে একটি ঘর
পশুপাখি গাছপালা নেই, নদনদী বা সরোবর
হলফ করে বলতে পারি তারিফ করবে সব দেখে।
হাতে সময় নিয়ে এসো পেতে চাইলে ভ্রমণ-সুখ
আজ অবধি যা দেখনি, দেখবে অপার মুগ্ধতায়
আলফা সেন্টরিকেও পাবে মাতবে আলাপচারিতায়
তোমরা সবাই আসছ জেনে নেচে উঠছে আমার বুক।
উৎকণ্ঠায় রাখার জন্য চাইছি সবার কাছে মাফ
জায়গাটা এই ধরাতে নয় অনেক দূরে চন্দ্রেতে
কত ঝক্কি পোহিয়েছি পছন্দসই স্থান পেতে
ঘরটা কিন্তু মাটির নীচে ভাবছ পাগলের প্রলাপ।
এটা চাঁদের কুমেরুতে আছে আলো অন্ধকার
দেখতে পাবে উচু পাহাড় তেমনি আছে গভীর খাদ
চাঁদকে দেখার বাসনা যার মিটে যাবে মনের সাধ
এক কথাতে কী বলবো ভাই চমৎকার আর চমৎকার।
© অজিত কুমার কর