আদা আমআদা
সবার জন্য পৃথক বাসন রাখার তাকও আলাদা
ঘরের জন্য চা'য়ে আদা লোকের জন্য আমআদা।
লোক এলে চা ভাঙা কাপে
কর্তা কাঁপে স্ত্রীর প্রতাপে
মুখ খুললেই মুখঝামটা তিরস্কারও তাঁর বাঁধা।
শিক্ষা-দপ্তরের প্রাক্তনীদের হাজতবাস
জেলে মন্ত্রী, উপদেষ্টা, চেয়ারম্যান ও সভাপতি
ধরনা দিচ্ছে হবুশিক্ষক প্রায় ছশো দিন কী দুর্গতি!
খোলো তেলেভজার দোকান
মশলামুড়ির, বাঁচাতে জান
অযোগ্যরা স্কুল কলেজে পড়ুয়াদের করছে ক্ষতি।
© অজিত কুমার কর